puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘প্রজেক্ট ডে ফল-২০২৫’ ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘প্রজেক্ট ডে ফল-২০২৫’ ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের উদ্যোগে ০৩ জানুয়ারি ২০২৫, শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘প্রজেক্ট ডে ফল-২০২৫’। দিনব্যাপী এই আয়োজনে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের ল্যাবরেটরি কোর্সের অংশ হিসেবে প্রস্তুতকৃত মোট ১০৯টি প্রকল্প ও ৬৭টি পোস্টার প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন দক্ষ প্রকৌশলী হতে হলে কেবল তাত্ত্বিক জ্ঞান অর্জন করলেই যথেষ্ট নয়, ব্যবহারিক দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৌশল শিক্ষার্থীদের গবেষণাধর্মী ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় পরিসরের প্রকল্প বাস্তবায়নে সক্ষম করে তুলবে।
তিনি আরও বলেন, আমাদের আউটকাম বেইসড কারিকুলামের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিয়মিত ল্যাব প্রজেক্ট ও পোস্টার প্রেজেন্টেশন শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট বাংলাদেশ গঠনের উপযোগী করে তুলছে।
বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, প্রজেক্ট ডে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের মাধ্যমে যাচাই করার একটি কার্যকর প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা, দলগত কাজের সক্ষমতা এবং উপস্থাপন দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভাগ সবসময়ই গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিল্পক্ষেত্রের চাহিদার সাথে নিজেদের দক্ষতা সামঞ্জস্য করার সুযোগ তৈরি হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ পেশাজীবনে সফল হতে সহায়ক হবে।
এই প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, সহকারী অধ্যাপক কল্লোল দে, ইইই বিভাগের প্রভাষক সরিত ধর, আসিফ মোহাম্মদ সিদ্দিকী, সোমেন দত্ত, আবীর ধর, জয়নব বিনতে আহমেদ, ফারিয়া তাহসিন, তানভীর রহমান, মেহরীন ইসলাম, রিজমা সামানজা নিলসহ  অন্যান্য শিক্ষকবৃন্দ এবং প্রায় ৩০০ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক সামিনা আলম ও সহকারী অধ্যাপক রাহুল চৌধুরী। প্রদর্শনীর শেষ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘প্রজেক্ট ডে ফল-২০২৫’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খতমে কোরআন ও দোয়া মাহফিল ।

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্যের শোক ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. মোহীত উল আলমের আত্মজীবনী নিয়ে ‘ডেল বুক ক্লাব’-এর বিশেষ আলোচনা অনুষ্ঠান ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ১৫তম ব্যাচের জুরি সম্পন্ন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘প্রজেক্ট ডে ফল-২০২৫’ ।

Saturday, 3 January, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘প্রজেক্ট ডে ফল-২০২৫’ ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের উদ্যোগে ০৩ জানুয়ারি ২০২৫, শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘প্রজেক্ট ডে ফল-২০২৫’। দিনব্যাপী এই আয়োজনে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের ল্যাবরেটরি কোর্সের অংশ হিসেবে প্রস্তুতকৃত মোট ১০৯টি প্রকল্প ও ৬৭টি পোস্টার প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন দক্ষ প্রকৌশলী হতে হলে কেবল তাত্ত্বিক জ্ঞান অর্জন করলেই যথেষ্ট নয়, ব্যবহারিক দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৌশল শিক্ষার্থীদের গবেষণাধর্মী ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় পরিসরের প্রকল্প বাস্তবায়নে সক্ষম করে তুলবে।
তিনি আরও বলেন, আমাদের আউটকাম বেইসড কারিকুলামের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিয়মিত ল্যাব প্রজেক্ট ও পোস্টার প্রেজেন্টেশন শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট বাংলাদেশ গঠনের উপযোগী করে তুলছে।
বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, প্রজেক্ট ডে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের মাধ্যমে যাচাই করার একটি কার্যকর প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা, দলগত কাজের সক্ষমতা এবং উপস্থাপন দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভাগ সবসময়ই গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিল্পক্ষেত্রের চাহিদার সাথে নিজেদের দক্ষতা সামঞ্জস্য করার সুযোগ তৈরি হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ পেশাজীবনে সফল হতে সহায়ক হবে।
এই প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, সহকারী অধ্যাপক কল্লোল দে, ইইই বিভাগের প্রভাষক সরিত ধর, আসিফ মোহাম্মদ সিদ্দিকী, সোমেন দত্ত, আবীর ধর, জয়নব বিনতে আহমেদ, ফারিয়া তাহসিন, তানভীর রহমান, মেহরীন ইসলাম, রিজমা সামানজা নিলসহ  অন্যান্য শিক্ষকবৃন্দ এবং প্রায় ৩০০ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক সামিনা আলম ও সহকারী অধ্যাপক রাহুল চৌধুরী। প্রদর্শনীর শেষ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2026 Premier University IT. All rights reserved.