প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত
১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, বেলা ২.৩০টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ও প্রফেসর ড. গিয়াস উদ্দীন (চেয়ারম্যান, সেন্ট্রাল শরীআহ বোর্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড)।
প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ.কে.এম আব্দুল কাদের বলেন, রাসূল (সা.) যুবকদের খুবই গুরুত্ব দিয়েছেন। কারণ তারা ইতিহাস পরিবর্তন করতে পারে, ইতিহাস রচনা করতে পারে। ইসলামের জিহাদগুলোতে যুবকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধেও আমরা যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি।
তিনি আরও বলেন, যৌবনকাল অতি উত্তম। সেজন্য পরকালে আল্লাহ যুবকদের জিজ্ঞাসা করবেন, কীভাবে তারা তাদের যৌবনকাল অতিবাহিত করেছে।
তিনি উল্লেখ করেন, যুবকদের যদি কোনো ব্যাপারে উদ্বুদ্ধ করা যায়, তাহলে তারা সামনের দিকেই অগ্রসর হতে থাকে। বৈষম্যবিরোধী আন্দোলনে দেখেছি, কীভাবে যুবকরা বুক পেতে গুলি গ্রহণ করেছে।
তিনি রাসূল (সা.) গঠিত রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র অভিহিত করে বলেন, বৈষম্যপূর্ণ রাষ্ট্র কখনো আদর্শ রাষ্ট্র হতে পারে না। তিনি রোজাদারদের আহ্বান করেন, বৈষম্যহীন দৃষ্টিভঙ্গি নিয়ে যেন মানুষের জন্য কাজ করেন, মানুষের সেবা করেন।
বিশেষ অতিথি প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন বলেন, ইসলামের প্রতিটি বিধান ঐতিহাসিক। রোজাও ঐতিহাসিক। রোজার ঐতিহাসিক ভিত্তি, ঐতিহাসিক প্রাসঙ্গিকতা ও বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা রয়েছে। এই রোজা এসেছে মানুষকে পরিশুদ্ধ ও পরিশীলিত করার জন্য।
বিশেষ অতিথি প্রফেসর ড. গিয়াস উদ্দীন বলেন, অনেকে প্রথাগত অর্থাৎ লোকদেখানো রোজা রাখেন। বস্তুত ইসলামের বিধান অনুসারে রোজা না রাখলে তার কোনো গুরুত্ব নেই। তিনি উল্লেখ করেন, কোরান নাজিলের কারণেই রমাদানের শ্রেষ্ঠত্ব।
সভাপতির বক্তব্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। আমরা সার্বক্ষণিক চেষ্টা করি জীবনকে শুদ্ধভাবে পরিচালনা করার জন্য। তাতে অনেকসময় ভুল হয়ে যায়। বস্তুত কোরান ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করাটাই হচ্ছে শুদ্ধ জীবন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাসিফুল আবরার রাসিফের সঞ্চালনায় সেমিনারে প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম. মঈনুল হক, সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবালসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও বিপুল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে ২০০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে অর্থসহ কোরান বিতরণ করা হয়। এরপর ইফতারের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত
১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, বেলা ২.৩০টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ও প্রফেসর ড. গিয়াস উদ্দীন (চেয়ারম্যান, সেন্ট্রাল শরীআহ বোর্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড)।
প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ.কে.এম আব্দুল কাদের বলেন, রাসূল (সা.) যুবকদের খুবই গুরুত্ব দিয়েছেন। কারণ তারা ইতিহাস পরিবর্তন করতে পারে, ইতিহাস রচনা করতে পারে। ইসলামের জিহাদগুলোতে যুবকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধেও আমরা যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি।
তিনি আরও বলেন, যৌবনকাল অতি উত্তম। সেজন্য পরকালে আল্লাহ যুবকদের জিজ্ঞাসা করবেন, কীভাবে তারা তাদের যৌবনকাল অতিবাহিত করেছে।
তিনি উল্লেখ করেন, যুবকদের যদি কোনো ব্যাপারে উদ্বুদ্ধ করা যায়, তাহলে তারা সামনের দিকেই অগ্রসর হতে থাকে। বৈষম্যবিরোধী আন্দোলনে দেখেছি, কীভাবে যুবকরা বুক পেতে গুলি গ্রহণ করেছে।
তিনি রাসূল (সা.) গঠিত রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র অভিহিত করে বলেন, বৈষম্যপূর্ণ রাষ্ট্র কখনো আদর্শ রাষ্ট্র হতে পারে না। তিনি রোজাদারদের আহ্বান করেন, বৈষম্যহীন দৃষ্টিভঙ্গি নিয়ে যেন মানুষের জন্য কাজ করেন, মানুষের সেবা করেন।
বিশেষ অতিথি প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন বলেন, ইসলামের প্রতিটি বিধান ঐতিহাসিক। রোজাও ঐতিহাসিক। রোজার ঐতিহাসিক ভিত্তি, ঐতিহাসিক প্রাসঙ্গিকতা ও বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা রয়েছে। এই রোজা এসেছে মানুষকে পরিশুদ্ধ ও পরিশীলিত করার জন্য।
বিশেষ অতিথি প্রফেসর ড. গিয়াস উদ্দীন বলেন, অনেকে প্রথাগত অর্থাৎ লোকদেখানো রোজা রাখেন। বস্তুত ইসলামের বিধান অনুসারে রোজা না রাখলে তার কোনো গুরুত্ব নেই। তিনি উল্লেখ করেন, কোরান নাজিলের কারণেই রমাদানের শ্রেষ্ঠত্ব।
সভাপতির বক্তব্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। আমরা সার্বক্ষণিক চেষ্টা করি জীবনকে শুদ্ধভাবে পরিচালনা করার জন্য। তাতে অনেকসময় ভুল হয়ে যায়। বস্তুত কোরান ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করাটাই হচ্ছে শুদ্ধ জীবন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাসিফুল আবরার রাসিফের সঞ্চালনায় সেমিনারে প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম. মঈনুল হক, সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবালসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও বিপুল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে ২০০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে অর্থসহ কোরান বিতরণ করা হয়। এরপর ইফতারের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে।