প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ।
‘প্লাস্টিক দিন, বীজ নিন’ শীর্ষক ক্যাম্পেইন ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের স্যোশিওলজি ক্লাবের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ‘প্লাস্টিক দিন, বীজ নিন’ শীর্ষক একটি ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ০৪ জুন ২০২৫, বুধবার, সকাল ১০টায় আয়োজিত এই ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সাদাত জামান খান, প্রক্টর জনাব মো. সোলাইমান চৌধুরী ও ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম। সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কো-অর্ডিনেটর ড. সাদিকা সুলতানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিভাগের প্রভাষক অর্পা পাল, আবদুল্লাহ আল মোজাহিদ ও জান্নাতুল ফেরদৌস। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, মানুষের কল্যাণের কথা চিন্তা করেই মানুষের ব্যবহারের জন্য প্লাস্টিকের উৎপাদন শুরু হয়েছিল। কিন্তু পরে দেখা গেল, প্লাস্টিক মানুষ ও পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগদানের আগে আমি একটি ব্রিটিশ কোম্পানিতে চাকরি করতাম। এই কোম্পানি বিভিন্ন ধরনের প্রচুর প্লাস্টিক উৎপাদন করতো। প্লাস্টিকের ভয়াবহ ক্ষতিকর দিক তারা লক্ষ করার পর প্লাস্টিক উৎপাদন থেকে সরে আসে। চট্টগ্রাম সিটি করপোরেশন প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগও আজকের ক্যাম্পেইনের মতো অনুষ্ঠান আয়োজন করে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বৃক্ষরোপণের জন্য সচেতনতা সৃষ্টি করছে। এটা অত্যন্ত ভালো দিক।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সাধারণ লোকজন অংশগ্রহণ করেন। তাদের অনেকেই প্লাস্টিকের বোতল ও ব্যাগ প্রভৃতির বিনিময়ে ঢেঁড়শ, শিম, ধুন্দুল, লাউ, বরবটি ও বেগুনের বীজ, এছাড়া টগর, থাই কামিনী, এরিকা, বেলি, মরিচ, রঙ্গন, লব প্লান্ট, হাসনাহেনা ও গন্ধরাজ ইত্যাদি গাছের চারা সংগ্রহ করেন।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ‘ফিল্ম এন্ড স্যোশিওলজি’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন আগাত মোরিওঁ।