প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের অষ্টম, নবম ও দশম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে রুরাল স্যোশিওলজি-২ কোর্সের আওতায় মাঠপর্যায়ের সমীক্ষা সম্প্রতি সম্পন্ন হয়েছে। সমীক্ষাটি পরিচালিত হয় চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামে, যেখানে শিক্ষার্থীরা স্থানীয় জনগোষ্ঠী ও কৃষিজীবী সম্প্রদায়ের দৈনন্দিন জীবন, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা এবং গ্রামীণ কাঠামো নিবিড়ভাবে পর্যবেক্ষণ
করেন। রুরাল স্যোশিওলজি-১ এবং রুরাল স্যোশিওলজি-২ তত্ত্বীয় কোর্স দুটি সম্পন্ন করার পর মাঠপর্যায়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এ সমীক্ষার আয়োজন করা হয়। কোর্স দুটির সার্বিক দিকনির্দেশনা এবং একাডেমিক তত্ত্বাবধানে ছিলেন সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের প্রভাষক জনাব আব্দুল্লাহ আল মোজাহিদ। তিনি শিক্ষার্থীদের হাতে-কলমে গবেষণা প্রক্রিয়া বোঝাতে মাঠসমীক্ষার পূর্বপ্রস্তুতি থেকে শুরু করে বাস্তব পর্যবেক্ষণ ও ডাটা সংগ্রহে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।
শিক্ষার্থীরা ছয়টি দলে বিভক্ত হয়ে নিচের বিষয়গুলো পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করেন:
(ক) গ্রামীণ সামাজিক সমস্যা
(খ) কৃষি আধুনিকায়ন ও কৃষি প্রযুক্তি
(গ) গ্রাম-শহর সাংস্কৃতিক অভিযোজন ও সামঞ্জস্যতা
(ঘ) গ্রামীণ সামাজিক কাঠামো
(ঙ) কৃষক সমাজ ও কৃষিসংস্কৃতি
(চ) গ্রামীণ সামাজিক উন্নয়ন কর্মসূচি।
এ ধরনের সমীক্ষা শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান, বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি এবং গবেষণামূলক দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভাগীয়ভাবে এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক শেখার পরিধি সম্প্রসারিত হয়েছে ।