সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে ফটিকছড়ির পাইনদং ইউনিয়নের বন্যার্তদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে একটি মেডিকেল টিম। বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহেদুল ইসলামের নেতৃত্বে এবং সঞ্চালনায় প্রোগ্রামটি পরিচালিত ও সাফল্যমণ্ডিত হয়। পাইনদং ইউনিয়নে বন্যা পরবর্তী বিভিন্ন রোগে অনেক মানুষ যখন কাতর ছিল, তখন বিভাগটির উদ্যোগে ১০/১২ জন ডাক্তার, ১০/১২ জন নার্স, ২ জন অপটিমেট্রিস্ট (চোখের ডাক্তার), ২ জন ফার্মাসিস্ট, ৮/১০ জন স্বেচ্ছাসেবী ওখানে পৌঁছেন। পাইনদং ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এবং ক্লাশরুমসমূহকে তাঁরা প্রায় হাসপাতালে পরিণত করে বন্যার্তদের সেবায় কাজে লাগিয়েছেন; বিভিন্ন সেগমেন্টে ডাক্তারদের বুথ বসিয়ে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেছেন। প্রায় ১০০০ নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। নারী, পুরুষ ও শিশুরা সুশৃঙ্খলভাবে স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ডাক্তারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের রোগব্যাধি, যেমন, বিভিন্ন পানিবাহিত রোগ ও বিভিন্ন ত্বকের সমস্যা, বিষয়ে চিকিৎসা নেন। ডাক্তারগণ তাদের যথাযথভাবে পর্যবেক্ষণ করে অত্যন্ত যত্নসহকারে সেবা প্রদান করেন। এই প্রয়াসে ফটিকছড়ি উপজেলার ইউ.এন.ও, পাইনদং ইউনিয়নের চেয়ারম্যান, লোকাল নেতৃবৃন্দ এবং ফটিকছড়ি উপজেলার হেলথ কমপ্লেক্সের প্রধান ড. আরেফিন সিদ্দীকি (ইউএইচএন্ডএফপিও) প্রমুখের সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণা উল্লেখযোগ্য। তাঁরা ডাক্তার, নার্স, অপটিমেট্রিস্ট, ফার্মাসিস্ট ও অন্যান্য ডিসিপ্লিনের একটিভিস্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
ড. মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, আমাদের মেডিকেল টিমে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক্স প্রিন্সিপাল প্রফেসর ড. ইমরান বিন ইউনুস ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেপুটি ডিরেক্টর ড. অং সুই প্রু মারমা স্যারকে আমাদের সাথে পেয়ে আমরা বিপুলভাবে অনুপ্রাণিত। আমাদের গণিত বিভাগের শিক্ষক জনাব মাহবুব ও অংশগ্রহণকারী গণিত বিভাগের ছাত্র-ছাত্রীদেরেকে ও প্রিমিয়ার ইউনিভার্সিটির আই.টি বিভাগকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা অর্থ, সময়, শ্রম ও মেধা দিয়ে আমাদের সাহায্য করেছেন।
Related News
Orientation of the Department of Sociology and Sustainable Development at Premier University.